নিজস্ব সংবাদদাতা: জমকালো শীত নয় বরং বছর শুরু হয়েছে উষ্ণভাবে। পশ্চিমী ঝঞ্ঝার চাপে আটকে রয়েছে উত্তুরে হাওয়া। ফলে ফলে ডিসেম্বরের স্বাভাবিক তাপমাত্রা গায়েব। তবে গোদের ওপর বিষফোঁড়া হতে পারে দক্ষিণবঙ্গের একাধিক জেলার বৃষ্টি। আবহাওয়া দফতর জানিয়েছে যে নতুন বছরের শুরুতেই রাজ্যে পা রাখতে পারে পশ্চিমী ঝঞ্ঝা।
আগামী ৪ জানুয়ারির পর হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া ও পশ্চিম বর্ধমানের কোনও কোনও জায়গায়।