ধেয়ে আসছে ঝড়...ভেসে যাবে বাংলা? পুজোর প্ল্যান ক্যান্সেল

পুজোর আনন্দ তো আছেই বাঙালির মনে তবে কোথাও গিয়ে সংশয় বৃষ্টি নিয়ে। পুজোর সময়টা বৃষ্টি ভাসাবে না তো বাংলাকে? এবার আবার ঘূর্ণিঝড় নিয়ে নতুন চিন্তা।

author-image
Anusmita Bhattacharya
New Update
rainnabami

ফাইল ছবি

নিজস্ব সংবাদদাতা: তেজ নামক ঘূর্ণিঝড়ের মাঝেই দুর্গাপুজোর সময় নতুন করে ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে লাক্ষাদ্বীপ ও তার সংলগ্ন কেরালা উপকূলের উপর। আগামী ৪৮ ঘণ্টায় দক্ষিণ-পূর্ব এবং পূর্ব-মধ্য আরব সাগরে একটি শক্তিশালী নিম্নচাপে পরিণত হতে পারে এটি। এদিকে আলিপুর আবহাওয়া অফিস বলছে যে নবমীর দিন এই নিম্নচাপের প্রভাব পড়তে পারে পশ্চিমবঙ্গে। নবমী এবং দশমী বৃষ্টিতে ভাসতে পারে কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব ও পশ্চিম মেদিনীপুর।

hiring.jpg