শক্তি বাড়ছে দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর এবং আন্দামান সাগরের উপর তৈরি হওয়া নিম্নচাপটির

আরও শক্তি বাড়ছে দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর এবং আন্দামান সাগরের উপর তৈরি হওয়া নিম্নচাপটির। বৃহস্পতিবার এটির শক্তি আরও বেশ কয়েক গুণ বেড়ে যাবে বলে জানাচ্ছে হাওয়া অফিস। ডিসেম্বরের শুরুতেই এটি আবার ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হয়ে দক্ষিণ-পশ্চিম এবং দক্ষিণ-পূর্ব সাগরের উপর অবস্থান করবে বলে মৌসম ভবনের তরফে জানানো হয়েছে।

আগামী ৪ থেকে ৫ দিন কলকাতার আকাশ মেঘলা

আবহাওয়া দফতর বলছে, আগামী ৪ থেকে ৫ দিন কলকাতার আকাশ মোটের উপর মেঘলা থাকবে। তবে এই মুহূর্তে বৃষ্টির কোনও পূর্বাভাস নেই। শহর কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২১ ডিগ্রি সেলসিয়াস ও সর্বোচ্চ তাপমাত্রা ২৯ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে ঘোরাফেরা করবে বলে জানা যাচ্ছে।