নিজস্ব সংবাদদাতা: সোমবার ও আগামিকাল অর্থাৎ মঙ্গলবার দক্ষিণবঙ্গের জন্য বড় আপডেট। এই ২ দিন দক্ষিণবঙ্গে বৃষ্টি বাড়বে। বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির মুখে পড়তে পারে কয়েক জেলার মানুষ।
আজ বঙ্গোপসাগর উত্তাল থাকবে। উত্তর বঙ্গোপসাগরে ৪৫ থেকে ৫৫ বা কখনও কখনও ৬৫ কিলোমিটার প্রতি ঘণ্টা গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে থাকবে। মৎস্যজীবীদের জন্য সতর্কবার্তা জারি করা হয়েছে মঙ্গলবার পর্যন্ত। পশ্চিমবঙ্গের উপকূলে সোমবার রাত পর্যন্ত সমুদ্রে জলোচ্ছ্বাস থাকবে ২.৪ থেকে ২.৬ মিটার পর্যন্ত।