গভীর নিম্নচাপ আসছে দক্ষিণবঙ্গের ৮ জেলায়! বন্যাও হতে পারে! আপনার এলাকা নেই তো তালিকায়?

নিম্নচাপের দাপটে গোটা বাংলায় অবস্থা আরো খারাপ হতে পারে।

author-image
Anusmita Bhattacharya
New Update
rain in kolkata.jpg

নিজস্ব সংবাদদাতা: একের পর এক ঘূর্ণাবর্ত এবং নিম্নচাপের জন্য দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাতে বৃষ্টি হচ্ছে। উত্তর পশ্চিম ঝাড়খণ্ডেও গভীর নিম্নচাপ চলছে। জলমগ্ন শহরের বিভিন্ন অংশে জল ছাড়া হয়েছে যার মধ্যে আছে দামোদর ভ্যালি কর্পোরেশন বা ডিভিসি যা বেশ খানিকটা চিন্তা বাড়িয়ে দিয়েছে। আর এর ফলেই একাধিক জেলায় বন্যার সর্তকতা জারি করে দেওয়া হয়েছে।

e429ots8_kerala-rains_625x300_30_May_24.webp

আজ দক্ষিণবঙ্গের ৮ জেলা নদীয়া, কলকাতা, দুই মেদিনীপুর, মুর্শিদাবাদ, দুই বর্ধমান, উত্তর ২৪ পরগনা আর কলকাতা এবং তার পার্শ্ববর্তী অঞ্চলে বজ্রবিদ্যুৎসহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। 

Adddd