বাংলায় রেল দিগন্তে নতুন পালক! পুজোতেই যাত্রীরা পেলেন উপহার

চালু হল শিয়ালদহ ডিভিশনে ১২ কোচের বর্ধিত কয়েকটি ট্রেন পরিষেবা।

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
Train

File Picture

নিজস্ব সংবাদদাতা: পশ্চিমবঙ্গের রেল প্রকল্পকে মজবুত করতে বিরাট ব্যবস্থা রেলমন্ত্রকের। আজ ভার্চুয়ালি দেশের রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব পশ্চিমবঙ্গ রাজ্যের রেল পরিবহন সুবিধার ক্ষেত্রে এক নতুন দিগন্তের উদ্বোধন করলেন। চালু হল শিয়ালদহ ডিভিশনে ১২ কোচের বর্ধিত কয়েকটি ট্রেন পরিষেবা। ১২ কোচের রেক যুক্ত শিয়ালদহ রানাঘাট emu পরিষেবার শুভ সূচনা হল আজ। 

এই লোকাল ট্রেনের জন্য শিয়ালদহ স্টেশনে আপগ্রেডেশন সফলভাবে সম্পন্ন হল। পূর্ব রেল দমদম জংশনে ইলেকট্রনিক এন্টারলকিং সিস্টেম চালু হয়ে গিয়েছে আগেই। নতুন ফেজে ১২ কামরার রেক চালু হয়েছে বারাসাত এবং দমদম জংশন থেকে। যাত্রীদের আরো বেশি আরামদায়ক যাত্রা উপভোগ করাতে রেল এই ব্যবস্থা নিয়েছে বলে জানিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার। 

sukantakl1.jpg

এদিন একগুচ্ছ রেল প্রকল্পের সূচনা লগ্নে উপস্থিত ছিলেন তিনি। একইসঙ্গে আজিমগঞ্জ কাসিমবাজার কৃষ্ণনগর আজিমগঞ্জ ট্রেন পরিষেবার শুভ শিলান্যাস করা হয়েছে আজ। নসিপুর রেল ব্রিজের উপর দিয়ে এই প্রথমবার পরীক্ষামূলক ভাবে চলল ট্রেন। মালবাহী এবং যাত্রী উভয় পরিষেবায় দেওয়া হচ্ছে। পরীক্ষা মূলকভাবে এই ট্রেন চললেও আগামী ৪ অক্টোবর থেকে যাত্রীবাহী এই ট্রেন চালানো হবে। 

শিয়ালদহ স্টেশনে সারকুলেটিং এরিয়ায় নতুন রেল রেস্টুরেন্ট এর উদ্বোধন করা হয়েছে আজ। নান্দনিক ভাবে সুন্দর রেস্টুরেন্টে থাকছে সুলভ মূল্যে সুস্বাদু খাবারের পরিষেবা। আজ শুভ সূচনা হয়েছে রাধিকাপুর দিল্লি আনন্দবিহার এক্সপ্রেসের। দিল্লি এবং উত্তর দিনাজপুরের রাধিকাপুরকে আবারো এক সূত্রে বেঁধে দেওয়া হয়েছে। এর ফলে একইসঙ্গে উপকৃত হতে চলেছেন লক্ষ লক্ষ যাত্রীরা। এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিজেপি সাংসদ থেকে মন্ত্রী ও উচ্চ নেতৃত্বরা।

Adddd