২০২৩ সালে রাজ্যে এরোসল দূষণ ৮% বৃদ্ধি পাবে

২০২৩ সালে ৮% বৃদ্ধি পাবে এরোসেল দূষণ, জানাচ্ছে বোস ইনস্টিটিউটের এক গবেষণা পত্র। বায়ু দূষণের দিক দিয়ে নতুন বছর পশ্চিমবঙ্গের জন্য মোটেও সুখকর হবে না বলে জানাচ্ছেন বিজ্ঞানীরা। তাঁদের মতে ২০২৩ সালে রাজ্যে এরোসল দূষণ ৮% বৃদ্ধি পাবে।

রেড জোনে ঢুকে পড়বে বাংলা

দূষণের মানচিত্রে পশ্চিমবঙ্গ সবচেয়ে ঝুঁকিপূর্ণ অর্থাৎ রেড জোনে ঢুকে পড়বে বাংলা। দেশে এরোসল দূষণের ক্ষেত্রে পশ্চিমবঙ্গ দ্বিতীয় স্থানে অবস্থান করবে, প্রথম স্থানে রয়েছে বিহার।