গুড নিউজ! ২০২৪- এ কবে কবে ছুটি? জানিয়ে দিল মমতা সরকার

'আমাদের ছুটি ছুটি চল নেব লুটি'- এই গানটাই গাইতে ইচ্ছে করবে আগামী বছরের ছুটির তালিকা দেখলে। ২০২৪ সালে কোন কোন দিন ছুটি থাকছে স্কুল-কলেজ, অফিস-কাছারি? 

author-image
Anusmita Bhattacharya
New Update
mamata edit.jpg

ফাইল ছবি

নিজস্ব সংবাদদাতা: ২০২৩ পেরিয়ে বর্তমানে ২০২৪ শুরুর পথে। চোখের পলকে যেন কেটে যাচ্ছে একটা গোটা বছর। সময় যে কোন দিক দিয়ে দৌড়ে এগোচ্ছে টেরই পাওয়া যায় না। নভেম্বর মাস প্রায় শেষ হচ্ছে, হাতে একটা মাস আছে। আর তারপরই নতুন বর্ষ। এরই মধ্যে চলতি বছরের শেষ লগ্নে দাঁড়িয়ে আগামী বছরের ছুটির তালিকা প্রকাশ করে দিল নবান্ন।

২০২৪ সালে কোন কোন দিন ছুটি থাকছে? 

স্বামী বিবেকানন্দের জন্মদিন - ১২ জানুয়ারি (শুক্রবার)

নেতাজি জয়ন্তী - ২৩ জানুয়ারি (মঙ্গলবার)

সাধারণতন্ত্র দিবস - ২৬ জানুয়ারি (শুক্রবার)

সরস্বতী পুজো - ১৪ ফেব্রুয়ারি (বুধবার)

দোলযাত্রা - ২৫ মার্চ (সোমবার)

গুড ফ্রাইডে - ২৯ মার্চ (শুক্রবার)

ইদ-উল-ফিতর - ১১ এপ্রিল (বৃহস্পতিবার)

শ্রমিক দিবস - ১ মে (বুধবার)

রবীন্দ্র জয়ন্তী - ৮ মে (বুধবার)

বুদ্ধপূর্ণিমা - ২৩ মে (বৃহস্পতিবার)

বকরি ইদ - ১৭ জুন (সোমবার)

মহরম - ১৭ জুলাই (বুধবার)

স্বাধীনতা দিবস - ১৫ আগস্ট (বৃহস্পতিবার)

গান্ধী জয়ন্তী + মহালয়া - ২ অক্টোবর (বুধবার)

দুর্গাপুজো - সপ্তমী - ১০ অক্টোবর (বৃহস্পতিবার)

দুর্গাপুজো - অষ্টমী+ নবমী - ১১ অক্টোবর (শুক্রবার)

দুর্গাপুজো - দশমী - ১২ অক্টোবর (শনিবার)

লক্ষ্মীপুজো - ১৬ অক্টোবর (বুধবার)

কালীপুজো - ৩১ অক্টোবর (বৃহস্পতিবার)

গুরু নানকের জন্মদিন - ১৫ নভেম্বর (শুক্রবার)

ক্রিসমাস - ২৫ ডিসেম্বর (বুধবার)

২০২৪ সালে দুর্গাপুজোর জন্য কতদিন ছুটি পাবেন? 

আগামী বছর চতুর্থীর দিন থেকেই পুজোর ছুটি। তবে তার আগে দ্বিতীয়া ও তৃতীয়া রয়েছে শনি ও রবিবার। অর্থাত্‍ দ্বিতীয়া থেকেই ছুটি শুরু হবে। পুজোর ছুটির পর লক্ষ্ণী পুজো ১৬ অক্টোবর পড়লেও তার পরের ২ দিন ছুটি অর্থাত্‍ ১৭ ও ১৮ অক্টোবর অতিরিক্ত ছুটি দিয়ে দিল সরকার। সব মিলিয়ে পুজোতে সরকারি কর্মীরা সেই দ্বিতীয়া থেকে শুরু করে মোট ২ সপ্তাহের জন্য ছুটি উপভোগ করতে পারবেন।