নেপাল থেকে ছাড়া হয়েছে প্রায় ১১ লক্ষ কিউসেক জল! পুজোর আগেই ভেসে যেতে পারে বিহার-বাংলা

নেপাল বাঁধের জল ছেড়েছে। যার জেরে বাংলায় নতুন করে বন্যার আশঙ্কা দেখতে পাওয়া গিয়েছে।

author-image
Tamalika Chakraborty
New Update
north bengal flood

নিজস্ব সংবাদদাতা:  নেপালে প্রবল বৃষ্টির জেরে ভয়াবহ বন্যা পরিস্থিতি দেখতে পাওয়া গিয়েছে। যার জেরে একাধিক বাঁধ খুলে দেওয়া হয়েছে। ঘটনায় ভয়ঙ্কর ভাবে বন্যার কবলে পড়তে পারে বিহার।  এর প্রভাব বাংলায় পড়বে বলে আশঙ্কা করা হচ্ছে। যার জেরে পুজোর আগে বাংলায় একাধিক এলাকায় বন্যা পরিস্থিতির অবনতি হবে বলে আশঙ্কা করা হয়েছে। 

Bengal flood situation

জানা গিয়েছে, কোশী নদীর বাঁধ ছয় লক্ষ কিউসেক হারে জল ছাড়ছে। পাঁচ লক্ষ কিউসেক হারে গণ্ডকের বাঁধ জল ছাড়ছে। তাতেই অনিশ্চয়তা বাড়ছে। এর জেরে বিহারে বন্যা অনিবার্য। তার প্রভাব বাংলায় পড়তে পারে। নেপালে বন্যা পরিস্থিতি ভয়ঙ্কর আকার ধারণ করেছে। ইতিমধ্যে বন্যা ৫৯ জনের মৃত্যু হয়েছে। এখনও নিখোঁজ ৪৪ জন। গঙ্গা, মহানন্দা, ফুলহারের জল আরও বাড়ার আশঙ্কা রয়েছে। পুজোর আগে নতুন করে মালদহ ও মুর্শিদাবাদে বন্যা পরিস্থিতি দেখতে পাওয়া যেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। অন্যদিকে, পশ্চিমবঙ্গের  উত্তরবঙ্গের পার্বত্য এলাকায়  প্রবল বৃষ্টি হয়েছে। যার জেরে সিকিম, দার্জিলিং ও কলিম্পংয়ে ভূমিধস দেখা দিয়েছে। বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। উত্তরবঙ্গ সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী। 

 tamacha4.jpeg