সরকারি কর্মচারীদের বাড়ল বোনাস! আপনিও পাবেন তো?

আপনিও কি পশ্চিমবঙ্গ সরকারের একজন কর্মচারী? এটা আপনার জন্যও হতে পারে সুখবর। বোনাস পেতে পারেন আপনি। কত টাকা পাবেন? এখানে ক্লিক করে জানুন সেই আপডেট।

author-image
Anusmita Bhattacharya
New Update
money 2.jpg

ফাইল ছবি

নিজস্ব সংবাদদাতা: পশ্চিমবঙ্গের সরকারি কর্মচারীরা প্রতি বছর বোনাস পান। মুসলিম ধর্মের কর্মচারীগণ ঈদের আগেই বোনাস পেয়েছেন। মুসলিম ছাড়া অন্যান্য ধর্মের কর্মচারীগণ এবার পুজোর আগে বোনাস পেতে পারেন। তবে সকল কর্মচারীএই বোনাস পাবেন না বলেই জানা গেছে। কারা পাবেন, কবে পাবেন আর কত টাকা পাবেন? সব জানুন এখানে। 

সরকারি কর্মচারীরা বিগত আর্থিক বছরে চাকরিরত থাকলে এই বছরে বোনাস পেয়ে যাবেন। তবে সকল সরকারি কর্মচারী এই সুবিধা যে পাবেন এমন না। ৩১ মার্চ ২০২৩ এ যাঁদের Emoluments ৩৯০০০ টাকার অধিক হবে না তাঁরাই এই বোনাস পাবেন। এখানে Emoluments বলতে বেসিক পে এবং মহার্ঘ ভাতার যোগফলকে বোঝানো হয়েছে। উক্ত দিনে Emoluments যদি ৩৯ হাজার টাকার বেশি হয় তবে গত আর্থিক বছরে অন্তত ৬ মাস ৩৯ হাজার টাকার কম থাকলে বোনাস পাবেন কর্মীরা। অ্যাড-হক বোনাস পাওয়ার আরো একটি শর্ত হল যে গত আর্থিক বছরে অন্তত ৬ মাস অবিচ্ছিন্নভাবে কাজ করে যেতে হবে। গত আর্থিক বছরে ৬ মাস কাজ করলে এই বছরে বোনাস পাওয়া যাবে। এ বছর বোনাসের পরিমাণ ৫৩০০ টাকা করা হয়েছে। গত আর্থিক বছরে এই বোনাসের পরিমাণ ছিল ৪৮০০ টাকা। অর্থাত্‍ এই বছর ৫০০ টাকা বোনাস বৃদ্ধি করা হয়েছে। গত আর্থিক বছরে সম্পূর্ণ বছরটি কাজ করলে বোনাসের পরিমাণ হতে চলেছে ৫৩০০ টাকা।

rectify impact.jpg