নিজস্ব সংবাদদাতা: আগামী ৮ জুলাই পশ্চিমবঙ্গে পঞ্চায়েত নির্বাচন। তবে পঞ্চায়েত নির্বাচনকে কেন্দ্র করে ক্রমশই রাজ্যে বৃদ্ধি পাচ্ছে মারামারি, দাঙ্গা, মৃত্যু। এই পরিস্থিতিতে এবার রাজভবনের তরফে ঘৃণা প্রকাশ করা হয়েছে। রাজভবনের তরফে বিবৃতি জারি করে বলা হয়েছে, "বাংলায় প্রাক-নির্বাচনে মৃতের সংখ্যা বাড়ছে শুনে মর্মাহত। এটা বিদ্রোহজনক যে মিডিয়াও গুন্ডাদের দ্বারা আক্রান্ত হচ্ছে। নির্বাচনে বিজয় মৃতদেহের গণনার উপর নয়, ভোটের গণনার উপর নির্ভর করা উচিত। যে কোনও মূল্যে সহিংসতা নির্মূল করা হবে। কাউকে তারা যতই উচ্চ এবং পরাক্রমশালী বলে মনে করুক না কেনও, আইন তাদের হাতে নিতে দেওয়া হবে না"।