বঙ্গে নির্বাচন: ভোট গণনা নাকি মৃতদেহের গণনা, জয় আসবে কিভাবে?

বাংলায় নির্বাচনের সূচি ঘোষণা হতেই সহিংসতা বৃদ্ধি পাচ্ছে। এই পরিস্থিতিতে এবার রাজ ভবনের তরফে বাংলার সহিংসতার বিষয়ে ঘৃণা প্রকাশ করা হয়েছে। 

author-image
Aniket
আপডেট করা হয়েছে
New Update
e

File Picture

নিজস্ব সংবাদদাতা: আগামী ৮ জুলাই পশ্চিমবঙ্গে পঞ্চায়েত নির্বাচন। তবে পঞ্চায়েত নির্বাচনকে কেন্দ্র করে ক্রমশই রাজ্যে বৃদ্ধি পাচ্ছে মারামারি, দাঙ্গা, মৃত্যু। এই পরিস্থিতিতে এবার রাজভবনের তরফে ঘৃণা প্রকাশ করা হয়েছে। রাজভবনের তরফে বিবৃতি জারি করে বলা হয়েছে, "বাংলায় প্রাক-নির্বাচনে মৃতের সংখ্যা বাড়ছে শুনে মর্মাহত। এটা বিদ্রোহজনক যে মিডিয়াও গুন্ডাদের দ্বারা আক্রান্ত হচ্ছে। নির্বাচনে বিজয় মৃতদেহের গণনার উপর নয়, ভোটের গণনার উপর নির্ভর করা উচিত। যে কোনও মূল্যে সহিংসতা নির্মূল করা হবে। কাউকে তারা যতই উচ্চ এবং পরাক্রমশালী বলে মনে করুক না কেনও, আইন তাদের হাতে নিতে দেওয়া হবে না"।