নিজস্ব সংবাদদাতা: ১৩ বছরের অসুস্থ কিশোরীকে হাওড়া জেলা হাসপাতালের সি টি স্ক্যানরুমেই শ্লীলতাহানির চেষ্টার অভিযোগ। এই নিয়ে সরব বঙ্গ বিজেপি।
/anm-bengali/media/media_files/TGZ2HsjmKgtYE70L4jEq.webp)
বিজেপি লেখে, পশ্চিমবঙ্গ মমতা বন্দ্যোপাধ্যায়ের অধীনে একটি হরর শো: আর জি কর মেডিকেল কলেজের একজন তরুণ ডাক্তারের নৃশংস ধর্ষণ এবং হত্যা থেকে বীরভূমের স্বাস্থ্য কেন্দ্রে শ্লীলতাহানি এবং হাওড়া হাসপাতালের সিটি স্ক্যান রুমে একজন নাবালিকা মেয়েকে লাঞ্ছিত করার চেষ্টা করা একজন কর্মী।
/anm-bengali/media/media_files/CZvNBUolGPwZPgrSwRAT.jpg)
মমতার স্বাস্থ্য মন্ত্রক সরকারি হাসপাতালগুলিকে অপরাধের আড্ডায় পরিণত করেছে, কাটমানি সংস্কৃতির মাধ্যমে তৃণমূলের গুন্ডাদের আক্রমণ ও শোষণের জন্য বিনামূল্যে লাগাম দেওয়া হয়েছে।
/anm-bengali/media/media_files/EETyjignFtn11Xkv1jtZ.jpg)
মমতা আর কতদিন এই অপরাধীদের বুনো চালাতে দেবেন? তার অযোগ্যতা ও দুর্নীতি মারাত্মক—এখনই পদত্যাগ করুন!