বিজ্ঞাপন মামলা-হাইকোর্টের রায়ে অখুশি, এবার সুপ্রিম দুয়ারে বঙ্গ বিজেপি!

বিজ্ঞাপন মামলায় এবার সুপ্রিম দুয়ারে বঙ্গ বিজেপি।

author-image
Aniruddha Chakraborty
New Update
supreme mani .jpg

file pic

নিজস্ব সংবাদদাতাঃ নির্বাচনী বিজ্ঞাপন প্রকাশ মামলায় এবার সুপ্রিম কোর্টের দ্বারস্থ বঙ্গ বিজেপি। হাইকোর্টের বিচারপতি সব্যসাচী ভট্টাচার্যের একক বেঞ্চ নির্বাচনী বিজ্ঞাপনগুলোর উপর অন্তর্বর্তী স্থগিতাদেশ দিয়েছিল। সিঙ্গেল বেঞ্চ জানিয়ে দিয়েছিল বিজ্ঞাপনগুলো সরিয়ে ফেলতে হবে, প্রকাশ করা যাবে না। সেই নিয়ে হাইকোর্টের ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হয়েছিল বিজেপি। হাইকোর্টের প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানম ও বিচারপতি হিরণ্ময় ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চ গতকাল জানিয়ে দিয়েছিল, একক বেঞ্চের নির্দেশের উপর ডিভিশন বেঞ্চ কোনও হস্তক্ষেপ করবে না।

এবার নির্বাচনী বিজ্ঞাপন প্রকাশ সংক্রান্ত মামলা নিয়ে শীর্ষ আদালতের দ্বারস্থ হল বঙ্গ বিজেপি শিবির। সুপ্রিম কোর্টের গ্রীষ্মকালীন বেঞ্চে বিষয়টি উল্লেখ করেছে বিজেপি। পদ্ম শিবিরের বক্তব্য, হাইকোর্টের নির্দেশ একতরফাভাবে করা হয়েছে। যেহেতু এই বিজ্ঞাপন নির্বাচন সংক্রান্ত, ফলে দ্রুত শুনানির প্রয়োজন বলে আর্জি জানিয়েছে মামলাকারী পক্ষ। বঙ্গ বিজেপির তরফে এই মামলাটি গ্রহণ করেছে শীর্ষ আদালত। আগামী সোমবার সুপ্রিম কোর্টে এই মামলাটি শুনানির সম্ভাবনা রয়েছে।

Add 1