নিজস্ব সংবাদদাতা: লোকসভা নির্বাচনের আগে সন্দেশখালির ঘটনা নিয়ে শোরগোল শুরু হয়েছেন। এবার বিজেপি সাংসদ দিলীপ ঘোষ শেখ শাহজাহানকে নিয়ে বড় মন্তব্য করেছেন। তিনি দাবি করেছেন, সন্দেশখালির মানুষকে এখনও ভয় দেখানো হচ্ছে শেখ শাহজাহানের বাহিনীর তরফে।
তিনি বলেছেন, "শাহজাহান অনেক অপরাধের সঙ্গে জড়িত। তদন্ত করা হচ্ছে। তার নেটওয়ার্ক এখনও সক্রিয়, তারা মানুষকে ভয় দেখাচ্ছে। তদন্ত এগিয়ে গেলে অনেক ঘটনা সামনে আসবে। চাপে পড়লে তিনি অনেক কিছু প্রকাশ করবেন।”
উল্লেখ্য, লোকসভা নির্বাচনের ঠিক আগে সন্দেশখালি শাসক দলের গলার কাঁটায় পরিণত হয়েছে। শেখ শাহজাহানের বিরুদ্ধে নারী নির্যাতন থেকে শুরু করে জমি দখল, অবৈধ নানা কর্মকাণ্ডের অভিযোগ আনা হয়েছে। যাকে হাতিয়ার করে তৃণমূলের বিরুদ্ধে প্রচারে নেমে গিয়েছে বিরোধী দলগুলি। বর্তমানে শেখ শাহজাহান সিবিআই-এর হেফাজতে রয়েছে। ফলে উত্তাল সন্দেশখালি কিছুটা শান্ত হয়েছে।
. . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . .. . . . . . . . . . . . . . . .