ইম্প্যাক্ট শারদ আনন্দ: বেহালা সুরুচি সংঘের পুজো

ইম্প্যাক্ট শারদ আনন্দ পৌঁছে গেছে দক্ষিণ কলকাতার বিভিন্ন পুজো মণ্ডপগুলিতে। এবার রইল সুরুচি সংঘের পুজোর ঝলক।

author-image
Anusmita Bhattacharya
New Update
suruchi

নিজস্ব সংবাদদাতা: দক্ষিণ কলকাতার অন্যতম জনপ্রিয় এক পুজো হলো বেহালার সুরুচি সংঘের পুজো। আপনাদের মধ্যে যারা যারা এখনো বাড়ি থেকে বেরিয়ে এই পুজো দেখতে পারেননি তারা এবার ইম্প্যাক্ট শারদ আনন্দর হাত ধরে দেখে নিন গোটা মণ্ডপের সজ্জা।

hiring.jpg