নিজস্ব সংবাদদাতাঃ আজ আরজি করের ঘটনার বিচারের দাবীতে সারা বাংলার সাধারণ মানুষ রাস্তায় নেমেছে। আজকেই সুপ্রিম কোর্টে এই মামলার প্রথম শুনানি ছিল। তবে আশানুরূপ ফল পাওয়া যায়নি। যার ফলে কার্যত হতাশ সাধারণ মানুষ।
এ ক্ষেত্রে উল্লেখ্য যে, আজই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সাধারণ মানুষদের উদ্যেশে বলেন যে, ' এক মাস তো হল। এবার উৎসবে ফিরুন। ' এই মন্তব্যের পরিপ্রেক্ষিতে ক্ষোভে ফেটে পড়েছে সাধারণ মানুষ।
মুখ্যমন্ত্রীর এই মন্তব্যের কটাক্ষ করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এক এক্স বার্তায় লিখেছেন। তার কথায়, '' মাননীয়া, আপনি কি জনগণ কে হাতের পুতুল পেয়েছেন? আপনি উঠতে বললে উঠবে, বসতে বললে বসবে, উৎসবে মেতে উঠতে বললে মেতে উঠবে, আন্দোলন বন্ধ করতে বললে বন্ধ করে দেবে। এখনও তো দেবী পক্ষের সূচনা হয়নি, অসুরের বিনাশ বাকি রয়েছে। একটু ধৈর্য ধরুন, মাতৃশক্তি জাগ্রত হয়েছে, পশ্চিমবঙ্গ কে স্বচ্ছ করেই ছাড়বেন...। ''