নিজস্ব সংবাদদাতা:আগামীকাল বিজেপি নেতা অর্জুন সিংকে তলব। ডেকে পাঠাল ব্যারাকপুর কমিশনারেট। আগামীকাল বেলা বারোটায় ব্যারাকপুর ডিডি অফিসে তলব করা হয়েছে কমিশনারেটের গোয়েন্দা বিভাগের তরফ থেকে। প্রিয়াঙ্গু পান্ডের বাড়িতে বিতর্কিত জমি মামলায় তলব করা হয়েছে বলে জানা গেছে। ভাটপাড়া পুরসভার দায়ের করা মামলায় তাকে সমন।