পুজোর মাসে ১১ দিন বন্ধ! রইল ছুটির লিস্ট

অক্টোবর মাসে দুর্গাপুজো পড়েছে। ওই মাসে বেশ কিছুদিন ব্যাঙ্কের কাজ হবে না। এখানে ক্লিক করে জেনে নিন সেই তালিকা।

author-image
Anusmita Bhattacharya
New Update
durga3

নিজস্ব সংবাদদাতাঃ অক্টোবর মাসে দুর্গাপুজো। ওই সময়েই ব্যাঙ্কে অসংখ্য ছুটি থাকবে। জানা গেছে যে ওই মাসে ১১ দিন ব্যাঙ্ক বন্ধ থাকবে। দেশের বিভিন্ন প্রান্তেও একাধিক দিন ব্যাঙ্ক ছুটি থাকবে বলে জানা গেছে। অক্টোবরে কবে কবে কলকাতাসহ পশ্চিমবঙ্গে ব্যাঙ্ক বন্ধ থাকবে? দেখে নিন পুরো তালিকা।  

২ অক্টোবর (সোমবার): গান্ধী জয়ন্তীর জন্য পুরো দেশে ব্যাঙ্ক বন্ধ থাকবে। আগরতলা, আমদাবাদ, আইজল, বেলাপুর, বেঙ্গালুরু, ভোপাল, ভুবনেশ্বর, চণ্ডীগড়, চেন্নাই, দেরাদুন, গ্যাংটক, গুয়াহাটি, হায়দরাবাদ (অন্ধ্রপ্রদেশ), হায়দরাবাদ (তেলাঙ্গানা), ইম্ফল, জয়পুর, জম্মু, কানপুর, কোচি, কোহিমা, কলকাতা, লখনউ, মুম্বই, নাগপুর, নয়াদিল্লি, পানাজি, পাটনা, রাইপুর, রাঁচি, শিলং, শিমলা, শ্রীনগর বা তিরুবনন্তপুরম - কোথাও ব্যাঙ্ক কাজ করবে না। 

১৪ অক্টোবর (শনিবার): পুরোপুরি দুর্গাপুজোর আবহ চলে আসবে পশ্চিমবঙ্গজুড়ে। মহালয়ার জন্য সেদিন কলকাতাসহ পশ্চিমবঙ্গে ব্যাঙ্ক বন্ধ রাখা হবে। তবে দেশের অন্য প্রান্তেও ব্যাঙ্কের কাজকর্ম বন্ধ থাকবে। কারণ সেটি দ্বিতীয় শনিবার পড়েছে। দ্বিতীয় শনিবার নিয়ম অনুযায়ী ব্যাঙ্কের সাপ্তাহিক ছুটি থাকে। 

১৮ অক্টোবর (বুধবার): কাতি বিহু উপলক্ষ্যে শুধুমাত্র গুয়াহাটিতে ব্যাঙ্ক কাজ করবে না। ভারতের কেন্দ্রীয় ব্যাঙ্ক রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার ছুটির তালিকা অনুযায়ী, কলকাতাসহ দেশের অন্যত্র ব্যাঙ্ক খুলবে সেদিন। 

২১ অক্টোবর (শনিবার): সপ্তমী উপলক্ষ্যে আগরতলা, গুয়াহাটি, ইম্ফল এবং কলকাতায় ব্যাঙ্ক বন্ধ। কলকাতাসহ পশ্চিমবঙ্গে ব্যাঙ্ক বন্ধ। তাছাড়া তৃতীয় শনিবার হওয়ায় দেশের অন্যত্র ব্যাঙ্ক চালু থাকবে। 

২৩ অক্টোবর (সোমবার): বাংলায় দুর্গাপুজোর মহানবমী আর কয়েকটি জায়গায় আবার বিজয়া দশমী বা দশেরা পালন করা হবে। রয়েছে বেশ কিছু পুজোও। সেজন্য সেদিন আগরতলা, বেঙ্গালুরু, ভুবনেশ্বর, চেন্নাই, গুয়াহাটি, হায়দরাবাদ (অন্ধ্রপ্রদেশ), কানপুর, কোচি, কোহিমা, কলকাতা, লখনউ, পাটনা, রাঁচি, শিলং এবং তিরুবনন্তপুরমে ব্যাঙ্ক কাজ করবে না।

২৪ অক্টোবর (মঙ্গলবার): দশমী বা দশেরার জন্য দেশের অধিকাংশ জায়গায় ব্যাঙ্ক বন্ধ থাকবে। আগরতলা, আমদাবাদ, আইজল, বেলাপুর, বেঙ্গালুরু, ভোপাল, ভুবনেশ্বর, চণ্ডীগড়, চেন্নাই, দেরাদুন, গ্যাংটক, গুয়াহাটি, হায়দরাবাদ (তেলাঙ্গানা), জয়পুর, জম্মু, কানপুর, কোচি, কোহিমা, কলকাতা, লখনউ, মুম্বই, নাগপুর, নয়াদিল্লি, পানাজি, পাটনা, রাইপুর, রাঁচি, শিলং, শিমলা, শ্রীনগর বা তিরুবনন্তপুরমে ব্যাঙ্ক বন্ধ সেদিন।

২৫ অক্টোবর (বুধবার): গ্যাংটকে ব্যাঙ্কের ছুটি থাকবে। 

২৬ অক্টোবর (বৃহস্পতিবার): গ্যাংটক, জম্মু, জয়পুর এবং শ্রীনগরে ব্যাঙ্কে ছুটি। 

২৭ অক্টোবর (শুক্রবার): গ্যাংটকে এবং ২৮ অক্টোবর (শনিবার) কলকাতায় ব্যাঙ্ক কাজ করবে না। 

২৮ অক্টোবর (শনিবার): সেদিন কোজাগরী লক্ষ্মীপুজো পড়েছে। এছাড়া চতুর্থ শনিবার হওয়ায় সেদিন দেশের অন্যান্য প্রান্তের ব্যাঙ্কও বন্ধ থাকবে বলে জানা গেছে।

অক্টোবরে পাঁচটি রবিবার রয়েছে। ১ অক্টোবর, ৮ অক্টোবর, ১৫ অক্টোবর, ২২ অক্টোবর এবং ২৯ অক্টোবর সাপ্তাহিক ছুটি থাকবে ব্যাঙ্কে।