নিজস্ব সংবাদদাতা: রবিবার ব্রিগেডে বামেদের সমাবেশ। চার সংগঠন মিলে সমাবেশের ডাক দিয়েছে। সিটুর সাধারণ সম্পাদক অনাদি সাহু জানিয়েছেন, কেন্দ্রীয় সরকারের আর্থিক নীতি সাধারণ মানুষের ওপর ভয়ঙ্কর প্রভাব ফেলেছে। শ্রমজীবী মানুষ কষ্টে আছে। সেই সব ইস্য়ু তুলে ধরতেই রবিবারের ব্রিগেড সমাবেশ।
/anm-bengali/media/media_files/nWjvUgeMBSAd1w1NIoHG.jpg)
ইতিমধ্যেই বিভিন্ন জেলা থেকে কলকাতায় আসতে শুরু করেছেন সমর্থকরা। রামলীলা পার্কে তাদের থাকার ব্য়বস্থা করা হয়েছে। পাশাপাশি সিটু অফিস, কৃষক সভার অফিসেও সমর্থকদের থাকার ব্য়বস্থা করা হয়েছে।