নিজস্ব সংবাদদাতা: কেন্দ্র বা রাজ্য, উভয়ই প্রত্যেক নাগরিকদের জন্য বিভিন্ন সময় বিভিন্ন ধরনের প্রকল্প আনছে। তবে এখন পর্যন্ত জনপ্রিয়তার নিরিখে কেন্দ্রীয় সরকারের প্রকল্পগুলিকেও মাত দিচ্ছে লক্ষ্মীর ভাণ্ডার। অন্যান্য অনেক রাজ্যই এই মডেলকে অনুসরণ করে প্রস্তাব আনছে। এই প্রকল্পের আওতায় ২৫ থেকে ৬০ বছর পর্যন্ত মহিলারা মাসিক ভাতা পাচ্ছে।
কেন্দ্র সরকারের একটি প্রকল্প রয়েছে যে প্রকল্পের আওতায় ছোট ছোট মেয়েদেরকেও সরকার দেয় সাহায্য। এই প্রকল্পের নাম বালিকা সমৃদ্ধি যোজনা। কন্যা সন্তানরা প্রথম শ্রেণীতে ভর্তি হতেই টাকা দেওয়া শুরু শিশু ও নারী কল্যাণ উন্নয়ন মন্ত্রণালয়ের তরফে। প্রথম থেকে তৃতীয় শ্রেণীর পড়ুয়ারা ৩০০ টাকা, চতুর্থ থেকে পঞ্চম শ্রেণীর পড়ুয়ারা ৫০০ টাকা, ষষ্ঠ ও সপ্তম শ্রেণীর পড়ুয়ারা ৭০০ টাকা, অষ্টম শ্রেণীর পড়ুয়ারা ৮০০ টাকা এবং নবম ও দশম শ্রেণীর পড়ুয়ারা ১০০০ টাকা পাবে। ১৮ বছর পূর্ণ হলে টাকা তুলতে পারবেন।