নিজস্ব সংবাদদাতা: বাকিবুরের সূত্র ধরেই এগোচ্ছে রেশন দুর্নীতি মামলার তদন্ত প্রক্রিয়া। এবার হাতে এল আরও এক চাঞ্চল্যকর তথ্য। ধান বিক্রির নামে বাকিবুরের ২ স্ত্রীর অ্যাকাউন্টে ঢুকেছিল সরকারি টাকা। চার্জশিটে এমনই বিস্ফোরক দাবি করেছে ইডি। বাকিবুরের ২ স্ত্রী ও শ্যালকের বয়ানই হাতিয়ার ইডির।
সেখানে বলা হয়েছে, ‘ধান বিক্রির নামে সরকারি টাকা ঢুকেছিল বাকিবুরের দুই স্ত্রী অনামিকা বিশ্বাস ও হালিমা বেগমের অ্যাকাউন্টে। অনামিকা বিশ্বাসের নামে থাকা একটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের অ্যাকাউন্টে ঢুকে ৪ কোটি টাকারও বেশি’।
ইডির দেওয়া তথ্য অনুযায়ী, যে ৪ কোটি টাকা ঢুকেছিল, সেটা ধান বিক্রির টাকা ছিল কিনা, তা জানতে চাওয়া হয় অনামিকা বিশ্বাসের কাছে। কিন্তু তার কোনও সদুত্তর মেলেনি। আবার অন্যদিকে, বাকিবুরের শ্যালকের দাবি, ‘তাঁর কোনও চাষের জমি নেই। যে অ্যাকাউন্টে টাকা ঢুকত, তা বাকিবুরের নিয়ন্ত্রণে ছিল’। আর এই সব তথ্য থেকেই ইডির সন্দেহ এই টাকা ধান বিক্রির টাকা ছিল না, এই টাকা ছিল সরকারি টাকা। আর এতো টাকা তাঁদের অ্যাকাউন্টে ঢুকল কেন, সেই সন্ধানই এবার চালাচ্ছে ইডি।