নিজস্ব প্রতিবেদন : কলকাতা হাই কোর্ট পুজো মণ্ডপে 'জাস্টিস' স্লোগান তোলার জন্য গ্রেফতার ৯ জনের জামিন মঞ্জুর করেছে। জামিনের শর্ত হিসেবে এক হাজার টাকার ব্যক্তিগত বন্ড দিতে হয়েছে। বিচারপতি শম্পা সরকার নির্দেশ দিয়েছেন যে, জামিনপ্রাপ্তরা আর কোনও পুজো মণ্ডপে প্রতিবাদ করতে পারবেন না এবং ২০০ মিটার দূরত্বে প্রতিবাদ জানাতে পারবেন না। রাজ্য সরকারের কার্নিভালে বাধা দেওয়ারও অনুমতি নেই।
শুক্রবার সন্ধ্যায় ধর্মতলার অনশন মঞ্চে খবরটি পৌঁছালে আন্দোলনকারীরা উচ্ছ্বাস প্রকাশ করেন। বিচারপতি বলেন, ধৃতদের পুলিশ হেফাজতে রাখার প্রয়োজন নেই, তাই ১৫ নভেম্বর পর্যন্ত অন্তর্বর্তী জামিন দেওয়া হয়েছে। জামিনের শর্তে ধৃতদের প্রতি সপ্তাহে থানায় হাজিরা দিতে হবে।
ঘটনাটি ঘটে বুধবার, যখন কিছু আন্দোলনকারী ত্রিধারা সম্মিলনী মণ্ডপে ঢুকে 'উই ওয়ান্ট জাস্টিস' স্লোগান দেন এবং লিফলেট বিলি করেন। পুলিশের অভিযানের পর তাঁদের গ্রেফতার করা হয় এবং একাধিক ধারায় মামলা রুজু হয়। তাদের বিরুদ্ধে ষড়যন্ত্র-সহ একাধিক ধারায় মামলা দায়ের করা হয়। নিম্ন আদালতের নির্দেশকে চ্যালেঞ্জ করে তাঁরা উচ্চ আদালতের দ্বারস্থ হন। মামলার পরবর্তী শুনানি আগামী ৬ নভেম্বর।