নিজস্ব সংবাদদাতা : আর জি কর মেডিক্যাল কলেজের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ এবং টালা থানার তৎকালীন OC অভিজিৎ মণ্ডলের জামিন মঞ্জুর করেছে কলকাতা হাইকোর্ট। ৯০ দিন গ্রেফতার থাকার পরও CBI চার্জশিট জমা দিতে না পারায় তাদের জামিন দেওয়া হয়।
এনিয়ে আজ আদালতে শিবিরের তরফ থেকে স্পষ্ট জানানো হয় যে, তারা বর্তমানে কোনো চার্জশিট জমা দিতে সক্ষম নন এবং আদালত যা সিদ্ধান্ত নেবে, সেটাই গ্রহণযোগ্য হবে। এরপরই আদালত সন্দীপ ঘোষ ও অভিজিৎ মণ্ডলের জামিন মঞ্জুর করে।
সন্দীপ ঘোষ ২ সেপ্টেম্বর আর্থিক দুর্নীতির মামলায় গ্রেফতার হন, এবং ১৪ সেপ্টেম্বর তথ্য প্রমাণ লোপাটের অভিযোগে অভিজিৎ মণ্ডল ও সন্দীপ ঘোষ গ্রেফতার হন। বিচারের জন্য ৪ মাস ধরে তারা কারাগারে ছিলেন। CBI নির্ধারিত সময়সীমার মধ্যে চার্জশিট জমা না দিতে পারায় আদালত তাদের জামিন মঞ্জুর করে। এখন আদালতের নির্দেশে এই মামলার পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।