নিজস্ব সংবাদদাতা: বাঘাযতীন তরুণ সংঘের পুজো এবছর প্রি-প্ল্যাটিনাম জুবলি উদযাপন করছে। দেখতে দেখতে পেরিয়েছে তাঁদের ৭৩টি বছর। এবছর ৭৪তম বর্ষে পড়ল। আর আগামী বছর হতে চলেছে ৭৫তম বর্ষ।
স্বাভাবিক ভাবেই এবছর উদ্যোক্তাদের মধ্যে রয়েছে বাড়তি উদ্দীপনা। সেই উৎসাহ থেকেই এবছর তাঁদের থিম ‘দ্য ওল্ড ম্যান অ্যান্ড দ্য সি’। নোবেল পুরস্কার পাওয়া এই অসাধারণ উপন্যাসের বিষয়বস্তুকেই তুলে ধরা হবে মণ্ডপ জুড়ে। বৃদ্ধ ব্যক্তির জীবন সংগ্রামই তরুণ সংঘের এবছরের থিম।
উদ্যোক্তাদের দাবি, এর আগে কলকাতার বুকে এই রকম নোবেল পুরস্কার জয়ী কোনও উপন্যাস নিয়ে কাজ হয়নি। তাই মানুষের বাড়তি আকর্ষণ থাকবে এখানে। এবছর তাঁদের পুজো বাজেট ৪০ লাখের কাছাকাছি। প্রতিমা শিল্পী ও সমগ্র ভাবনা-চিন্তায় রয়েছেন শ্রী অভিজিৎ ঘটক। সৃজনেও উনিই রয়েছেন। মণ্ডপের উদ্বোধন দ্বিতীয়াতে।