নিজস্ব সংবাদদাতা: মহালয়া উপলক্ষে কাল বেশ কিছু জায়গায় রাত দখল কর্মসূচি পালন করা হয়েছে। ছিল তোমার আত্মার উদ্দেশ্যে তর্পণ হয়েছে এবং এখনো চলছে। তবে তার আগেই বাগবাজারে ঘটেছে এক ঘর বিশেষ ঘটনা। কাল রাতে বেশ কিছু জায়গা থেকে মিছিল বের হয়েছিল যেখানে এক মিছিলের এক প্রতিবাদীকে আক্রমণ করা হয় বলে অভিযোগ। তার নাম দেবজ্যোতি কর। গতকাল মহা মিছিল থেকে ফেরার পথে এই ঘটনা ঘটে বলে অভিযোগ।
কিভাবে তার উপর হামলা হয়েছে তার একটি স্ক্রিনশট ভাইরাল হয়েছে। দেবজ্যোতি কর লিখেছেন, 'আজ মিছিল শেষ করে ফেরার পর বাগবাজার বাটার সামনে চা খাচ্ছিলাম। বুকে ব্যাচ লাগানো ছিল। তৃণমূলের কাউন্সিলর বাপি ঘোষ তার পেটয়া ছেলেরা আমার বুকে ব্যাচ দেখে আমাকে জিজ্ঞেস করে কিসের মিছিল ছিল আমি বলি আর জি কর ঘটনা নিয়ে মিছিল ছিল। তারপরে তারা তিলোত্তমা সম্পর্কে কুৎসিত গালাগাল করে এবং যারা প্রতিবাদী তাদেরকে গালাগাল করতে থাকে বাগবাজার বাটার সামনে রাস্তার উপর আমাকে ফেলে ১২-১৩ জন মিলে মারে আমার চশমা ভেঙে যায় জামা ছিঁড়ে যায়। আপাতত বাড়িতে এসেছি। এই ঘটনার বোধহয় কোন প্রতিবাদ হয় না।' দেবজ্যোতি "কলকাতা উত্তরের কন্ঠ" নামক এক প্রতিবাদী গ্রুপের অ্যাডমিন।