ঘোর দুঃসময় আসছে এই ৩ রাশির জীবনে! তছনছ হবে টাকা ও শান্তি

তালিকায় কোন কোন রাশি?

author-image
Anusmita Bhattacharya
New Update
astro

নিজস্ব সংবাদদাতা:জ্যোতিষে শুক্র দেব ধন, প্রেম এবং সুখ দাতা। শুক্র দেব ২৪ থেকে ২৬ দিনে রাশি গোচর করেন, যার মধ্যে দুই থেকে তিনবার নক্ষত্র পাল্টায়। বৈদিক পঞ্চাং এর গণনা অনুযায়ী, ১৭ জানুয়ারি ২০২৫ তারিখে সকাল ৭ টা ৫১ মিনিটে শুক্র দেব পূর্বাভাদ্রপদ নক্ষত্রে গোচর করেন। তিনি ১ ফেব্রুয়ারি ২০২৫ তারিখে সকাল ৮ টা ৩৭ মিনিট পর্যন্ত থাকবেন। এতে কোন তিন রাশির উপর অশুভ প্রভাব পড়বে।

মেষ রাশি: ব্যবসায়ীদের কোনো গুরুত্বপূর্ণ ডিল ঠিকমতো সম্পন্ন হবে না আর তাই তাদের বড় ক্ষতি হতে পারে। সম্প্রতি যাদের বিয়ে হয়েছে, তাদের স্বামী বা স্ত্রী গুরুতর আঘাত পেতে পারেন। বয়স্ক জাতকদের স্বাস্থ্য সমস্যা থাকবে। হাসপাতালে যেতে হতে পারে।

কর্কট রাশি: ক্যারিয়ারে সমস্যা হতে পারে। ব্যবসায় মনমতো লাভ না হওয়ার কারণে টেনশন থাকবে। বৈবাহিক জীবনে বিভিন্ন সমস্যা আসবে। 

মীন রাশি: চাকরিজীবীদের আর্থিক ক্ষতি হওয়ার ফলে কিছুদিন পর্যন্ত টাকার অভাব হতে পারে। ভাই-বোনের মধ্যে ঝামেলা হতে পারে।