নিজস্ব সংবাদদাতা : কলকাতার গঙ্গার ঘাটগুলির মধ্যে অন্য়তম হল বাবুঘাট। গরমের বিকেল হোক বা শীতের দুপুর লোকজনের আনাগোনা লেগেই থাকে। আর উৎসবের মরশুমে বাবুঘাট মানেই প্রতিমা নিরঞ্জন। তবে আগের চেনা ছবিটা বদলে গিয়েছে। ভোল বদলেছে বাবুঘাটের। কোথায় যত্র তত্র ফুল-বেলপাতা-ঠাকুরের কাঠামো? সাফ সূত্রা। বাবুঘাটে সাপাইয়ের তৎপরতা তুঙ্গে। দশমীতে বাড়ির পুজোগুলির প্রতিমা বিসর্জন হয়ে গিয়েছে। একাদশীতেও বেশ কিছু পুজো মণ্ডপের প্রতিমার নিরঞ্জন চলছে। তৎপরতার সঙ্গে ঘাট সাফাইয়ের কাজ করছেন কলকাতা পুরসভার সাফাই কর্মীরা। হোঁশ পাইপ দিয়ে ধুইয়ে দেওয়া হচ্ছে ঘাট। কোথাও কাদা মাটি নেই। ৬-৭ টি ক্রেন ব্যবহার করা হচ্ছে কাঠামো সরানোর কাজে। জল থেকে তোলার পর কাঠামোগুলি ডাম্পারে করে নিয়ে যাওয়ার হচ্ছে। নিরাপত্তার জন্য রাখা হয়েছে স্পিডবোট।