নিয়োগ স্ক্যাম: প্রভাবশালী নেতাকে ২৬ কোটি দিয়েছে অয়ন! প্রমাণ পেলো ED

নিয়োগ দুর্নীতি কাণ্ডে জেলবন্দি প্রোমোটার- প্রযোজক অয়ন শীল ২৬ কোটি টাকা পৌঁছে দিয়েছিলেন এক রাজনৈতিক নেতাকে। নির্দিষ্ট তথ্যপ্রমাণ পেয়েছে ইডি।

author-image
Anusmita Bhattacharya
New Update
অয়ন শীল

নিজস্ব সংবাদদাতা: নিয়োগ দুর্নীতি (Recruitment Scam) কাণ্ডে জেলবন্দি প্রোমোটার- প্রযোজক অয়ন শীল (Ayan Shil) ২৬ কোটি টাকা পৌঁছে দিয়েছিলেন এক রাজনৈতিক নেতাকে (Political Leader)। নির্দিষ্ট তথ্যপ্রমাণ পেয়েছে ইডি (ED)। শাসক দলের দাপুটে ওই নেতার বিরুদ্ধে এবার খুব শীঘ্রই আইনি ব্যবস্থা নিতে চলেছে ইডির আধিকারিকরা। তদন্তকারী সংস্থার দাবি, কুন্তলের (Kuntal Ghosh) কথামতো এক এজেন্টের (Agent) মাধ্যমে ওই নেতার কাছে টাকা পাঠিয়ে দিয়েছিলেন অয়ন। নেতা শাসক দলের একজন জনপ্রতিনিধি বলে খবর। ইডির দাবি, তাঁর বিরুদ্ধে সমস্ত তথ্য পাওয়া গেছে। প্রয়োজনে তাঁকে গ্রেফতার (Arrest) করা হতে পারে।