নিজস্ব সংবাদদাতা: ৪ মাসের মধ্যেই রাজ্য মেডিক্যাল কাউন্সিলে অভীক-বিরূপাক্ষের প্রত্যাবর্তন! রাজ্য মেডিক্যাল কাউন্সিলে ফেরানো হল চিকিৎসক অভীক দে এবং বিরূপাক্ষ বিশ্বাসকে। আর জি কর কাণ্ডে নাম জড়ানোয় মেডিক্যাল কাউন্সিল থেকে সরানো হয়েছিল অভীক-বিরূপাক্ষকে।
আরজি কর কাণ্ডে তাঁদের বিরুদ্ধে প্রকাশ্যে এসেছিল ভুরিভুরি অভিযোগ। তরুণী চিকিৎসকের দেহ উদ্ধারের দিন ক্রাইম সিনে দেখা গিয়েছিল তাঁদের দুজনকেই। ভাইরাল ভিডিওতে ধরা পড়েছিল সেই চিত্র। রাজ্যের একাধিক কলেজে থ্রেট কালচার চালানো, পরীক্ষায় নম্বর কারচুপির চেষ্টার অভিযোগ রয়েছে এই দুই চিকিৎসকের বিরুদ্ধে। এরপরেই রাজ্য মেডিক্যাল কাউন্সিল থেকে ২ জনকে সরিয়ে দেওয়া হয়। অথচ ৪ মাস যেতে না যেতেই ফের দুজনকে ফিরিয়ে আনলো রাজ্য মেডিক্যাল কাউন্সিল। এক্ষেত্রে সুশান্ত রায় জানিয়েছেন, এই দুই চিকিৎসকের বিরুদ্ধে কোনও অভিযোগ জমা না পড়ায় তাঁদেরকে পুনরায় ফিরিয়ে আনা হয়েছে।
কিন্তু এখানেই প্রশ্ন হল যেখানে অভীক দে এবং বিরূপাক্ষ বিশ্বাসের বিরুদ্ধে ৩২টি অভিযোগ জমা পড়েছিল, সেগুলোর কি ব্যবস্থা নেওয়া হল? আর সুশান্ত রায় কেনই বা বললেন কোনও অভিযোগ জমা পড়েনি? তাহলে কি থ্রেট কালচারের মতো গুরুতর বিষয় অভিযোগ নয়? এই সিদ্ধান্তে ইতিমধ্যেই ফুঁসতে শুরু করেছে ডাক্তারস্ ফ্রন্ট।