নিজস্ব সংবাদদাতাঃ রবিবার ভরদুপুরে খুনের চেষ্টা শহরে। একবালপুরে মিষ্টির দোকানের সামনে এক ব্যক্তিকে ধারাল অস্ত্র দিয়ে আঘাত করার অভিযোগ উঠেছে স্থানীয় কয়েকজনের বিরুদ্ধে। তাদের আক্রমণের হাত থেকে রেহাই পায়নি ১১ বছরের কিশোরও। ক্রিকেট খেলার উইকেট দিয়ে তাকে আঘাত করা হয়েছে বলে অভিযোগ। এই ঘটনার পর রবিবার রাতে অভিযুক্ত ৪ জনকেই গ্রেফতার করেছে একবালপুর থানার পুলিশ।
পুলিশ জানিয়েছে, মোমিনপুর রোডের বাসিন্দা আসিদুর রহমান ও তাঁর ১১ বছরের ভাগ্নাকে মারধর করার অভিযোগ উঠেছে তাঁদের প্রতিবেশী সইফ রহমান, বাচ্চা শাহরুখ, তার মা ফারিদা খাতুন এবং আত্মীয় সিমা ও কাইফ রহমানের বিরুদ্ধে। আসিদুর রহমানের অভিযোগের ভিত্তিতে সইফ রহমান, বাচ্চা শাহরুখ, তার মা ফারিদা খাতুন ও এক আত্মীয় হেমাকে গ্রেফতার করা হয়েছে। ধৃতদের আদালতে তুলে সকলকে নিজেদের হেফাজতে নিয়েছে একবালপুর থানার পুলিশ।