নিজস্ব সংবাদদাতা: কংগ্রেস নেতা এবং মালদা জেলা পরিষদের সদস্য আব্দুল হান্নানের গাড়িতে হামলা। গাড়িতে মালদা থেকে কালিয়াচকের উদ্দেশ্যে যাচ্ছিলেন। বাইক নিয়ে কংগ্রেস নেতার গাড়িতে ধাক্কার অভিযোগ। তৃণমূলের মদতে হামলা, দাবি করছেন এই নেতা। আগেও হুমকি দেওয়া হয়েছে, দাবি কংগ্রেস নেতার। প্রাণনাশের আশঙ্কা। কালিয়াচক থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। হামলার অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল।