নিজস্ব সংবাদদাতা: ফের একবার সোশ্যাল মিডিয়ায় তৃণমূলকে তীব্রভাবে আক্রমণ করলেন বিজেপি নেতা তথা ত্রিপুরার প্রাক্তন রাজ্যপাল তথাগত রায়। তিনি টুইট করে বলেন, "দিদিমা যে ফোঁস করতে বলেছিলেন তার গল্পটা একটু বড়। গোড়ার দিকটা দিদিমা চেপে গেছেন। এই যে সেই গল্প। একবার পড়ে নিন। যে অংশটা চেপে গেছেন সেখানে আছে, যে সাপটাকে ফোঁস করতে বলেছিলেন ব্রহ্মচারী, সে অকারণে লোককে দংশন করে বেড়াত। তারপর সে ব্রহ্মচারীর মন্ত্রে নির্জীব হয়ে গেল। বাস্তবে সাপ অনেক কটা ছিল। যেমন পার্থ, বালু, কেষ্ট, শাজাহান। কিন্তু ব্রহ্মচারী ? হায়, কেউই ছিল না।"
সোশ্যাল মিডিয়ায় নাম না করে মমতা বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করার পাশাপাশি বইয়ের একটি অংশ তুলে ধরেন তথাগত রায়। সেই অংশটি তুলে ধরে দাবি করেন, ফোঁস করার গল্পের অর্ধেকটা তুলে ধরেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি তিনি তৃণমূলের একাধিক নেতা ও প্রাক্তন মন্ত্রীকে সাপ বলে উল্লেখ করেন। এছাড়াও তথাগত রায় মমতা বন্দ্যোপাধ্যায়কে দিদিমা বলে কটাক্ষ করেন। তথাগত রায় একাধিক টুইটে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে দিদিমা বলে কটাক্ষ করেন।