এই পুজোর এবারের থিম প্যারিসের ডিজনি ল্যান্ড। শ্রীভূমির পুজো এবার পা দিচ্ছে ৫১ বছরে। এছাড়াও এই পুজোর অন্যতম আকর্ষণ লেজার লাইট। শ্রীভূমি স্পোর্টিংয়ের অন্যতম উদ্যোক্তা সুজিত বসু।
এই পুজোর এবারের থিম প্যারিসের ডিজনি ল্যান্ড। শ্রীভূমির পুজো এবার পা দিচ্ছে ৫১ বছরে। এছাড়াও এই পুজোর অন্যতম আকর্ষণ লেজার লাইট। শ্রীভূমি স্পোর্টিংয়ের অন্যতম উদ্যোক্তা সুজিত বসু।
গোলাপি আলোয় সেজে উঠেছে প্রতিটা কোনা। কিন্তু চমকের এখানেই শেষ নয়। এবার শ্রীভূমিতে আসবেন ব্রাজিলীয় তারকা রোনালডিনহো, আসবেন বিদ্যা বালানও।
দেবীপক্ষের সকালে মা দুর্গাকে মুড়ে ফেলা হল সোনার গয়না দিয়ে। প্রতিমার জন্যই আলাদা করে তৈরি করা হয়েছে এই সব সোনার গয়না। যা স্পন্সর করেছে সেনকো গোল্ড। থিমের পাশাপাশি দেবীর গয়নাও এই পুজোর মূল আকর্ষণ।
{{ primary_category.name }}