নিজস্ব সংবাদদাতা: জ্যোতিষ শাস্ত্রমতে নির্দিষ্ট অন্তরালে প্রতিটি গ্রহেরই রাশি পরিবর্তন হয৷ শনি অত্যন্ত গুরুত্বপূর্ণ গ্রহ৷ প্রতি আড়াই বছর বাদে বাদে শনির রাশি পরিবর্তন হয়৷ ২০২৪ সালে শনির উদয় হতে চলেছে মার্চে আর জুনে ফের শনির বক্রি হতে চলেছে৷ শনিদেবের বক্রি অবস্থানের ফলে কয়েকটি রাশির জাতক-জাতিকাদের জন্য অত্যন্ত বড় খবর আসছে৷
মিথুন: এই রাশির জাতক-জাতিকাদের জীবনে বিরাট টাকা পয়সা আসছে৷ দীর্ঘ সময় ধরে আটকে থাকা কাজ এবার করতে পারবেন৷ কেরিয়ার আগের থেকে ভাল হতে চলেছে৷ আর্থিক পরিস্থিতি আগের থেকে ভাল হয়ে যাবে৷
সিংহ: এই রাশির জাতক-জাতিকাদের জন্য হঠাৎ করে সাফল্য আসবে৷ ২০২৪-এ ব্যাঙ্ক ব্যালান্স বাড়ছে এটা জেনে রাখুন৷ ব্যবসা বাণিজ্যে ভাল সময় আসছে দ্রুত৷ টাকা পয়সার বন্যা বইবে৷ জীবনের প্রতিটি ক্ষেত্রেই ব্যাপক ফল পাবেন জাতক-জাতিকারা৷
তুলা: এই রাশির জাতক-জাতিকারা শনির বক্রির ফলে বিশেষ লাভ পেতে পারেন বলে জানা গেছে৷ কর্মক্ষেত্রে অবস্থান আরও ভাল হতে পারে৷ কেরিয়ারের নানান সমস্যা থেকে এবার মুক্তি পেয়ে যাবেন জাতক-জাতিকারা৷ আর্থিক পরিস্থিতি আরও ভাল হয়ে যাবে৷ সন্তানের দিক থেকে কোনও ভালো খবর পেতে পারেন৷