নিজস্ব সংবাদদাতা: ১৮ নভেম্বর চাঁদ যাবে মকর রাশিতে। রবি যোগ, বৃদ্ধি যোগ ও সর্বার্থ সিদ্ধি যোগ দেখা দেবে আজ। এর পাশাপাশি উত্তর আষাঢ় নক্ষত্র ও শ্রাবণ নক্ষত্রের প্রভাবও দেখা যাবে।
হিন্দুধর্ম অনুসারে, শনিবার বড়ঠাকুর তাঁর ভক্তদের সব বিপদ আপদ থেকে রক্ষা করে থাকেন। এ দিন ভক্তিভরে শনিদেবের পুজো করলে তাঁর আশীর্বাদ পাওয়া যায়।জেনে নিন, শনিবার কোন কোন রাশির উপর শনিদেবের আশীর্বাদ দেখা দেবে।
মেষ রাশি
মেষ রাশির জাতকরা যে কাজই করবেন, তাতেই সাফল্য আসবে আজ। অফিসে সবাই কাজের প্রশংসা করবে। আপনার বিরোধীরাও আপনাকেই মেনে নেবে। এ দিন বাবার পরামর্শে বিনিয়োগ করলে লাভবান হবেন।
বৃষ রাশি
শনিদেবের আশীর্বাদের ভাগ্য খুলে যাবে বৃষ রাশির জাতকদের। পরিবারের সঙ্গে ভালো সময় আসছে আজ। পরিবারে আনন্দ থাকবে। পরিবারের সদস্যদের সঙ্গে কোনও শুভ অনুষ্ঠানে হেটে পারেন। সমাজে আপনার সম্মান বৃদ্ধি পাবে।
মিথুন রাশি
শনিবার দিনটা মিথুন রাশির জাতকদের জন্য ভালো। জমিজমা সংক্রান্ত লাভ হবে আজ। পরিবারের কারুর থেকে উপহার পেতে পারেন। জীবনসঙ্গীর পরামর্শ নিয়ে কোনও নতুন কাজে হাত দিলে তাতে সাফল্য দেখা দিতে পারে।
তুলা রাশি
শিক্ষাক্ষেত্রে সাফল্য আসবে। ব্যবসায় ভালো লাভ হতে পারে আজ। জীবনসঙ্গীর সঙ্গে কোনও মতবিরোধ থাকলে মিটে যেতে পারে।
বৃশ্চিক রাশি
দীর্ঘদিনের কোনও আটকে থাকা কাজ শনিবার শেষ করতে পারেন আপনি। আপনার বিরোধীরা আপনার প্রতি ঈর্ষা বোধ করবে। তবে এ দিন কেউই আপনার কোনও ক্ষতি করবে না। শ্বশুরবাড়ির দিক থেকে আর্থিকভাবে লাভবান হতে পারেন।