শুধু হিন্দু নয় বৌদ্ধধর্মেও আজ পালিত হয় 'বিজয়া দশমী'! কেন?

বিজয়া দশমী বৌদ্ধধর্মেও পালন করা হয়। কিন্তু কেন? এখানে ক্লিক করে জানুন সেই গল্প।

author-image
Anusmita Bhattacharya
আপডেট করা হয়েছে
New Update
aaaaa

নিজস্ব সংবাদদাতা: দশমী মানেই বাঙালির এক ভীষণ মনখারাপের দিন। কারণ আজ উমাকে পানপাতা দিয়ে বরণ করে আবার  ভোলানাথের কৈলাসে পাঠানো হবে। দশমীর এই বিষাদের সঙ্গেই আসে বিজয়ার পালা। বিজয়া দশমীর এই ধারণা আমাদের সকলের‌ই জানা কিন্তু বিজয়া দশমীর আরো এক গল্প অনেকেই জানে না।

বৌদ্ধধর্মের‌ বিজয় দশমীর এক তাৎপর্য রয়েছে। বিজয়া দশমীর নাম 'অশোক বিজয়া দশমী'। আজকের দিনেই সম্রাট অশোক কলিঙ্গ যুদ্ধে জয়লাভ করেন। এই যুদ্ধে জয়ের পরে তিনি টানা দশ দিন ধরে যে বিজয় উৎসব পালন করেন তাই অশোক বিজয় দশমী হিসাবে পরিচিত। এই কলিঙ্গ যুদ্ধের পর একজন বৌদ্ধ ভিক্ষুককে দেখে তিনি এই ধর্মের প্রতি আকৃষ্ট হন এবং চিরকালের জন‍্য হিংসার পথ মুছে ফেলেন।