নিজস্ব সংবাদদাতা: দলীয় বিধায়কের ‘বেফাঁস’ মন্তব্যে রীতিমতো অস্বস্তিতে বঙ্গ পদ্ম শিবির। আরজি কর ইস্যুতে জুনিয়র ডাক্তারদের কর্মবিরতি শেষ হওয়ার পরেই তাঁদের আন্দোলনকে তোপ দাগলেন ময়নার বিজেপি বিধায়ক অশোক দিন্দা।
তিনি বলেন, “ডাক্তাররা তো আন্দোলন শুরু করেছিলেন নিজেদের স্বার্থসিদ্ধির জন্য। এক কথায় সেলফিশ মুভমেন্ট ছিল। চিকিৎসক তরুণীর খুন ধর্ষণের বিচার চেয়ে তো তারা পথে নামেননি। যে সব দাবি নিয়ে ডাক্তাররা আন্দোলন শুরু করেন সেগুলো তো নিজে থেকেই হয়ে যেত। বিনীত গোয়েলও সরে যেতেন। তার জন্য এভাবে আন্দোলন করা অর্থহীন”।
জুনিয়র ডাক্তারদের আন্দোলন নিয়ে বিস্ফোরক মন্তব্য করায় দলীয় বিধায়ক অশোক দিন্দাকে নিয়ে অস্বস্তিতে পড়েছে গেরুয়া শিবির। বিজেপি বিধায়কের এও দাবি, “আসলে নিজেদের স্বার্থ পূরণ করতেই আন্দোলন শুরু করেন জুনিয়র ডাক্তাররা। আরজি কর কাণ্ডের বিচার চেয়ে মোটেই তারা পথে নামেননি”।
বলা বাহুল্য, আরজি কর হাসপাতালের তরুণী চিকিৎসকের ধর্ষণ ও খুনের প্রতিবাদে কলকাতা সহ দেশজুড়ে ব্যাপক আন্দোলনে নামেন ডাক্তাররা। আন্দোলনের ঢেউ ছড়িয়ে পড়ে বিদেশেও। ৪২ দিন ধরে কর্মবিরতি পালন করেন জুনিয়র ডাক্তাররা। আন্দোলনকারীদের চাপে বেশ কিছু দাবি দাওয়া মেনেও নিয়েছে সরকার। অবশেষে মুখ্যমন্ত্রীর সাথে বৈঠক করে এবং তাঁদের ৫ দফার অধিকাংশই মানিয়ে নিয়ে আংশিক কর্মবিরতি প্রত্যাহার করেন জুনিয়র চিকিৎসকেরা। আর এবার সেটা নিয়েই বিতর্কিত মন্তব্য করলেন অশোক দিন্দা।
জুনিয়র ডাক্তাররা নিজেদের স্বার্থে আন্দোলন করছেন, মন্তব্য বিজেপি বিধায়ক অশোক দিন্দার
আন্দোলনকে তোপ দাগলেন ময়নার বিজেপি বিধায়ক অশোক দিন্দা।
Follow Us
নিজস্ব সংবাদদাতা: দলীয় বিধায়কের ‘বেফাঁস’ মন্তব্যে রীতিমতো অস্বস্তিতে বঙ্গ পদ্ম শিবির। আরজি কর ইস্যুতে জুনিয়র ডাক্তারদের কর্মবিরতি শেষ হওয়ার পরেই তাঁদের আন্দোলনকে তোপ দাগলেন ময়নার বিজেপি বিধায়ক অশোক দিন্দা।
তিনি বলেন, “ডাক্তাররা তো আন্দোলন শুরু করেছিলেন নিজেদের স্বার্থসিদ্ধির জন্য। এক কথায় সেলফিশ মুভমেন্ট ছিল। চিকিৎসক তরুণীর খুন ধর্ষণের বিচার চেয়ে তো তারা পথে নামেননি। যে সব দাবি নিয়ে ডাক্তাররা আন্দোলন শুরু করেন সেগুলো তো নিজে থেকেই হয়ে যেত। বিনীত গোয়েলও সরে যেতেন। তার জন্য এভাবে আন্দোলন করা অর্থহীন”।
জুনিয়র ডাক্তারদের আন্দোলন নিয়ে বিস্ফোরক মন্তব্য করায় দলীয় বিধায়ক অশোক দিন্দাকে নিয়ে অস্বস্তিতে পড়েছে গেরুয়া শিবির। বিজেপি বিধায়কের এও দাবি, “আসলে নিজেদের স্বার্থ পূরণ করতেই আন্দোলন শুরু করেন জুনিয়র ডাক্তাররা। আরজি কর কাণ্ডের বিচার চেয়ে মোটেই তারা পথে নামেননি”।
বলা বাহুল্য, আরজি কর হাসপাতালের তরুণী চিকিৎসকের ধর্ষণ ও খুনের প্রতিবাদে কলকাতা সহ দেশজুড়ে ব্যাপক আন্দোলনে নামেন ডাক্তাররা। আন্দোলনের ঢেউ ছড়িয়ে পড়ে বিদেশেও। ৪২ দিন ধরে কর্মবিরতি পালন করেন জুনিয়র ডাক্তাররা। আন্দোলনকারীদের চাপে বেশ কিছু দাবি দাওয়া মেনেও নিয়েছে সরকার। অবশেষে মুখ্যমন্ত্রীর সাথে বৈঠক করে এবং তাঁদের ৫ দফার অধিকাংশই মানিয়ে নিয়ে আংশিক কর্মবিরতি প্রত্যাহার করেন জুনিয়র চিকিৎসকেরা। আর এবার সেটা নিয়েই বিতর্কিত মন্তব্য করলেন অশোক দিন্দা।