নিজস্ব সংবাদদাতা: সিবিআইয়ের পর জেল হেফাজতে আশিস পাণ্ডে। আরজি কর দুর্নীতি মামলায় সিবিআই টিএমসিপির চিকিৎসক নেতা আশিস পাণ্ডেকে গ্রেফতার করেছিল। সন্দীপ ঘনিষ্ঠ টিএমসিপি নেতা আশিস পাণ্ডেকে ২১ তারিখ পর্যন্ত জেল হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে। আদালতে সিবিআই জানিয়েছে, আশিসকে জেরায় একাধিক চাঞ্চল্যকর তথ্য পাওয়া গিয়েছে। জেরায় পাওয়া তথ্যের ভিত্তিতে তদন্ত চলছে। আপাতত জেল হেফাজতে রাখা হোক। প্রয়োজন পড়লে আবার নিজেদের হেফাজতে নেওয়া হবে।
অন্যদিকে, আরজি কর কাণ্ডের বিচায় চেয়ে স্লোগান দেওয়ার অভিযোগে নয় জনকে পুলিশ গ্রেফতার করেছিল। আলিপুর কোর্ট একসপ্তাহের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছিল। এই রায়কে চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিল আটকের পরিবার। কলকাতা হাইকোর্টে ভর্ৎসনার মুখে পড়ে কলকাতা পুলিশ। গ্রেফতার করা নয় জনকে জামিনে মুক্তি দিয়েছে। ষষ্টীর দিন প্রায় ১৫ জনকে ত্রিধারা সম্মিলনী ক্লাবে স্লোগান দেওয়ার প্রতিবাদে আটক করে। তারমধ্যে ৯ জনকে পুলিশ গ্রেফতার করে। তাঁদের মুক্তির দাবিতে জুনিয়র চিকিৎসকরা লালবাজারে ছুটে যান। অন্যদিকে, অনশনকারীদের বাড়িতে গিয়ে হুমকি দেওয়ার অভিযোগ উঠছে বাংলার পুলিশের বিরুদ্ধে। তবে এই বিষয়ে জুনিয়র চিকিৎসকরা তীব্র প্রতিবাদ করেছে।