নিজস্ব সংবাদদাতা: আরজি কর আন্দোলনের (RG Kar Case) অন্যতম প্রতিবাদী মুখ আসফাকুল্লার নাইয়ার (Asfakulla Naiya) বাড়িতে তল্লাশি, হাজিরার নোটিস নিয়ে কোর্টের প্রশ্নের মুখে পুলিশ। আরজি করের জুনিয়র চিকিৎসকের বিরুদ্ধে FIR নিয়েই প্রশ্ন হাইকোর্টের।
জুনিয়র চিকিৎসকের বাড়িতে তল্লাশি, তলব নিয়ে বিস্মিত খোদ আদালত। কোর্টের প্রশ্ন,'অভিযোগকারী রোগী নন, থানায় গেলেন আর মামলা শুরু করে দিলেন? বহু ক্ষেত্রে তো জেনারেল ডায়েরি করেই ফেলে রাখেন!' মঙ্গলবার বিচারপতি তীর্থঙ্কর ঘোষ আসফাকুল্লার মামলায় কেস ডায়েরি তলব করেন। বুধববার ফের মামলার শুনানি।
উল্লেখ্য, আরজি করের জুনিয়র চিকিৎসক আসফাকুল্লার বিরুদ্ধে অভিযোগ ট্রেনি হওয়া সত্ত্বেও নিজেকে ইএনটি বিভাগের স্পেশালিস্ট হিসেবে দাবি করেছেন। আর এই অভিযোগে ইলেকট্রনিক কমপ্লেক্স থানায় একাধিক ধারায় মামলা রজু হয়। ওই জুনিয়র ডাক্তারের বিরুদ্ধে এবং তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় তলব করা হয়েছে। আর এই তলব আটকতে হাইকোর্টের দ্বারস্থ আসফাকুল্লা। তড়িঘড়ি অভিযোগ পাওয়ার সঙ্গে FIR রুজু করা নিয়ে প্রশ্ন বিচারপতি তীর্থঙ্কর ঘোষের।