নিজস্ব সংবাদদাতা: লালবাজারে পৌঁছেছেন জুনিয়র ডাক্তাররা। সেখানে তারা পুলিশের কাছ থেকে প্রতিবাদী স্লোগান দেওয়া ব্যক্তিদের আটক করার বিষয়ে প্রশ্ন জিজ্ঞেস করলে কার্যত পুলিশ মুখে তালা আঁটল। পুলিশের তরফে জানিয়ে দেওয়া হয়, আগেই জানিয়েছি যা জানানোর। আর তারপরেই জুনিয়ার ডাক্তাররা ক্ষোভ প্রকাশ করেন। পরে সেখানে এসে পৌঁছন অন্য এক অফিসার। তিনি এই বিষয়ে প্রতিবাদীদের কথা শুনেছেন।
তবে এখনও প্রতিবাদীদের ছেড়ে দেওয়ার ক্ষেত্রে সদর্থক কোনও পদক্ষেপ নেওয়া হয়নি পুলিশের তরফে। উল্লেখ্য, আজ একদল প্রতিবাদী শহরের একটি জনপ্রিয় পূজা প্যান্ডেলে প্রবেশ করে তিলোত্তমার বিচারের দাবি করেন। আর তাতেই কলকাতা পুলিশ তাদের গ্রেফতার করে। যার ফলে উত্তেজনা তৈরি হয়েছে। এখন দেখার জুনিয়র ডাক্তারদের সঙ্গে কথা বলার পর কি পদক্ষেপ নেয় কলকাতা পুলিশ?