কলকাতা জিপিও-তে গিয়েছেন কখনও? অনেকেই হয়তো জানেন না যে জেনারেল পোস্ট অফিসটি ১৮৬৪ সালে ওয়াল্টার গ্রেনভিল ডিজাইন করেছিলেন। তিনি ১৮৬৩ থেকে ১৮৬৮ সাল পর্যন্ত ভারত সরকারের কন্সালটিং আর্কিটেক্ট ছিলেন।
নিজস্ব প্রতিনিধিঃ জেনারেল পোস্ট অফিসটি ১৮৬৪ সালে ওয়াল্টার গ্রেনভিল ডিজাইন করেছিলেন। তিনি ১৮৬৩ থেকে ১৮৬৮ সাল পর্যন্ত ভারত সরকারের কন্সালটিং আর্কিটেক্ট ছিলেন। এএনএম নিউজ সেই জাঁকজমকপূর্ণ কাঠামোর ইতিহাস অনুসন্ধান করার সিদ্ধান্ত নিয়েছে, যা ব্রিটিশ যুগের প্রথম ফোর্ট উইলিয়ামের স্থান ছিল বলে দাবি করা হয়। এই প্রসঙ্গে জিপিওর ডেপুটি ডাইরেক্টর সুদর্শনা সেন এএনএম নিউজের প্রধান সম্পাদক অভিজিৎ নন্দী মজুমদারের সাথে একান্ত আলাপচারিতায় এএনএম নিউজের দর্শকদের কাছে ঐতিহাসিক স্থানগুলি সম্পর্কে ব্যাখ্যা করেন।