জেলে কী হচ্ছে? আদালতে বিস্ফোরক পার্থ চট্টোপাধ্যায়ের ঘনিষ্ঠ অর্পিতা

নিয়োগ দুর্নীতি মামলায় পার্থ চট্টোপাধ্যায় ও অর্পিতা মুখোপাধ্যাকে সোমবার ভার্চুয়ালি আদালতে পেশ করা হয়। সেখানেই বিচারকের কাছে একাধিক অভিযোগ করলেন অর্পিতা।

author-image
Anusmita Bhattacharya
New Update
arpita

ফাইল ছবি

নিজস্ব সংবাদদাতা : প্রায় ১০ মাস পর কারাগারের বাইরে বেরিয়েও মুখ খোলেননি অর্পিতা মুখোপাধ্যায়। গত মাসের শেষ দিকে আদালত থেকে বেরিয়ে কোর্টে উপস্থিত হওয়ার সময়েও চুপ ছিলেন অর্পিতা। দীর্ঘদিন পর তাঁকে সশরীরে আদালতে পেশ করা হয়। সোমবার ভার্চুয়াল শুনানিতে বিচারকের সামনে মুখ খুললেন তিনি।

আদালতকে অর্পিতা জানান, জেলে তাঁর চিকিৎসা ঠিক হচ্ছে না। শারীরিক সমস্যা দেখা দিচ্ছে। বিচারক তাঁকে জানান যে জেলকে তিনি সুপারিশ করবেন, যাতে চিকিৎসা ঠিকভাবে করা হয়। এদিকে, পার্থ চট্টোপাধ্যায় আদালতে বলেন যে তাঁকে যেন হার্ড কপি দেওয়া হয়। নিয়োগ দুর্নীতির তদন্তে দক্ষিণ কলকাতার ফ্ল্যাট থেকে টাকার পাহাড় উদ্ধার হওয়ার পর ২০২২ সালের ২৩ জুলাই গ্রেফতার হন অর্পিতা মুখোপাধ্যায়। শেষবার সশরীরে আদালতে পেশের সময় অর্পিতা বলেছিলেন যে উদ্ধার হওয়া ওই টাকা তাঁর নয়। তিনি সম্ভ্রান্ত পরিবারের মেয়ে। তাঁর মা অসুস্থ।