মহিলাদের উপর পুরুষ পুলিশকর্মীদের লাঞ্ছনা, মমতা সরকারের প্রধান হাতিয়ার কি জানিয়ে দিলেন অর্জুন সিং

কি লিখলেন?

author-image
Anusmita Bhattacharya
New Update
x

নিজস্ব সংবাদদাতা: এবার বিজেপি নেতা অর্জুন সিং বাংলার পুলিশের বিরুদ্ধে করলেন বড় অভিযোগ।

একটি বিশাল পোস্ট করলেন তিনি। তাতে লেখা, বিজেপির নেতা-কর্মীদের বিরুদ্ধে তৃণমূলের রাজনৈতিক প্রতিহিংসার আরেকটি দৃষ্টান্ত। বিজেপির একজন ভালো সংগঠক প্রিয়াঙ্গু পান্ডের বাড়িতে হামলা চালানো হয়েছে ভাটপাড়া মিউনিসিপালিটি এবং ব্যারাকপুর সিটি পুলিশের দ্বারা অবৈধ নির্মাণের অভিযোগে নোটিশ দিয়ে। সেখানে উপস্থিত মহিলারা পুরুষ পুলিশ সদস্যদের দ্বারা লাঞ্ছিত হন। গ্রেফতার করা হয়েছে আশিস শ ও চমন সিংকে। আশিস প্রিয়াঙ্গু পান্ডে হত্যা চেষ্টার প্রধান সাক্ষী এবং সেই মামলাটির তদন্ত করছে এনআইএ। ষড়যন্ত্রকারী এবং অন্যান্য অপরাধীদের বাঁচানোর জন্য আশিসকে তার বক্তব্য পরিবর্তন করার জন্য পুলিশ তাকে হুমকি দিচ্ছে। বাংলার পুলিশ যা আইনশৃঙ্খলা রক্ষার জন্য দায়ী তাদের পক্ষে এই কাজটি করা গুন্ডামির থেকে কম কিছু নয়। আশ্চর্যের বিষয় হল যে বিষয়টি কলকাতার মাননীয় হাইকোর্টে বিচারাধীন এবং মাননীয় বিচারপতি স্পষ্টভাবে উল্লেখ করেছেন যে 28শে ফেব্রুয়ারি, 2025-এর পরবর্তী শুনানি পর্যন্ত এই বিষয়ে কোনও জবরদস্তিমূলক ব্যবস্থা নেওয়া যাবে না। মমতা সরকারের প্রধান হাতিয়ার হয়ে উঠেছে গুন্ডা-পুলিশ।