রাশিয়ান বিষের খোঁজ নিতে এবার সটান হাসপাতালে হাজির অর্জুন সিং

গত বৃহস্পতিবার সিআইডি তলব করেছিল অর্জুন সিং-কে।

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
Arjun Singh

File Picture

নিজস্ব সংবাদদাতা: চেয়ারে স্প্রে করা থাকবে রাশিয়ান বিষ। আর সেটা শরীরে ঢুকলেই কয়েক মাসের মধ্যে অঙ্গ-প্রত্যঙ্গ বিকল হতে শুরু করবে! এমন আশঙ্কার কথা প্রকাশ করেছিলেন ব্যারাকপুরের দাপুটে বিজেপি নেতা অর্জুন সিং। সম্প্রতি সিআইডি তাঁকে একটি পুরনো মামলায় জিজ্ঞাসাবাদ করে। তার আগেই এই আশঙ্কার কথা জানিয়েছিলেন অর্জুন সিং। তিনি দাবি করেছিলেন, রাশিয়া থেকে স্মাগলিং করে আনা হয়েছে সেই বিষ। আর এবার হাসপাতালে ছুটলের তিনি। 

গত বৃহস্পতিবার সিআইডি তলব করেছিল অর্জুন সিং-কে। আর তার ঠিক দু’দিন পর শনিবার সকালে হাসপাতালে যেতে দেখা গেল বিজেপি নেতাকে। এদিন সকালে দলীয় কার্যালয় থেকে বেরিয়ে বাইপাসের ধারের বেসরকারি হাসপাতালে যান তিনি। সেখানেই পরীক্ষা হবে, তাঁর শরীরে কোনও বিষ ঢুকেছে কি না। কারণ তাঁর আশঙ্কা, সিআইডি জিজ্ঞাসাবাদের সময়ই চেয়ারে ছড়িয়ে দেওয়া হয়ে থাকতে পারে ওই বিষ। 

arjunsingh25.jpg

অর্জুন সিং জানিয়েছেন, রাশিয়ান কেমিক্যাল তাঁর শরীরে সিআইডি প্রয়োগ করেছে কি না, সেটা জানার জন্যই এই মেডিক্যাল টেস্ট করতে যাচ্ছেন তিনি। যদি কোনও বিষ তাঁর শরীরে প্রয়োগ করা হয়ে থাকে, তাহলে আদালতের দ্বারস্থ হবেন বলেও জানিয়েছেন প্রাক্তন সাংসদ অর্জুন সিং। 

শুধু তাঁকেই নয়, অর্জুন সিং-এর আশঙ্কা শুভেন্দু অধিকারী ও আরও চারজনকে একই ভাবে মারার পরিকল্পনা করা হয়েছে। বাকি চারজনের নাম বলতে চাননি তিনি।

arjun-somnath-cover