লোকসভা টিকিটের জন্য নয়! কেন বিজেপিতে যোগ দিলেন অর্জুন সিং

বৃহস্পতিবার বিজেপিতে ফের যোগ দেন অর্জুন সিং। তিনি বলেন, "সন্দেশখালির ঘটনার পরেই বিজেপির সঙ্গে যোগাযোগ করি। এই প্রশাসনের হাত থেকে একমাত্র মোদী সরকার মুক্তি দিতে পারে।"

author-image
Tamalika Chakraborty
New Update
arjun singh hj.jpg


নিজস্ব সংবাদদাতা: লোকসভা আসনে টিকিট না পেয়েই বিজেপি ফের যোগ দিলেন অর্জুন সিং। বিজেপিতে যোগ দেওয়ার পরেই তিনি বলেন, "সন্দেশখালির ঘটনার পরেই বিজেপির সঙ্গে যোগাযোগ করি। আবার বিজেপিতে যোগ দেওয়ার ইচ্ছা প্রকাশ করি। এই প্রশাসনের হাত থেকে মুক্তি দিতে একমাত্র পারেন নরেন্দ্র মোদি। বাংলায় প্রশাসন ও গুণ্ডারা একসঙ্গে কাজ করে।"

publive-image

 tamacha4.jpeg

tamacha3.jpeg

tamacha1.jpg

tamacha.jpeg