নিজস্ব সংবাদদাতা: গতকাল অর্থাৎ বুধবার রাতে জগদ্দলে বিজেপি নেতা অর্জুন সিং এর বাড়ির সামনে গুলি চলে বলে অভিযোগ উঠেছে। এই নিয়ে রণক্ষেত্র সেই এলাকা। এরপর জগদ্দল থানার পক্ষ থেকে বিজেপি নেতাকে থানায় হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়। তবে হাজিরা এড়িয়ে গিয়েছেন প্রাক্তন বিজেপি সাংসদ। উপরন্তু তিনি যুক্তি দিয়ে বলেছেন, "৪ অক্টোবর বাড়ির সামনে হামলা। এবারও তাদেরই কাজ। ১৮ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলরের ছেলের নেতৃত্বে হামলা। সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখুক পুলিশ"।
/anm-bengali/media/media_files/Y0Oc8w7uImFb64FeVNux.jpg)