নিজস্ব সংবাদদাতা: ভাটপাড়া পুরসভায় টেন্ডার দুর্নীতির অভিযোগ। ৪ কোটি টাকার দুর্নীতির অভিযোগ। সিআইডি-র ডাকে হাজিরা দিতে গেলেন ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ অর্জুন সিং।
ভবানী ভবন থেকে বেরিয়ে বিস্ফোরক বিজেপি নেতা অর্জুন সিং। বললেন, "সিআইডির সব প্রশ্নের জবাব দিয়েছি। কে টেন্ডার পাবে, আমার কোনও ক্ষমতা নেই। তৃণমূল কংগ্রেসে যখন ছিলাম তখন ভালো ছিলাম এখন খারাপ হয়ে গেছি। শুভেন্দু অধিকারী এবং অর্জুন সিং- এর বিরুদ্ধে চক্রান্ত চলছে। হেনস্থার চেষ্টা করা হচ্ছে। শুভেন্দু ও আমাকে খুনের চেষ্টা চলছে। রাশিয়া থেকে রাসায়নিক এনে খুনের চক্রান্ত চলছে। ছয় মাসের মধ্যে মাল্টি অর্গান ফেইলিওর হয়ে মৃত্যু হলে সরকার দায়ী"।