নিজস্ব সংবাদদাতা: বনগাঁ দক্ষিণ বিধানসভায় ভোটার তালিকায় নাম রয়েছে বাংলাদেশের চার নাগরিকের। এমনই অভিযোগ করেছেন বৈরামপুর গ্রাম পঞ্চায়েতের তৃণমূল পঞ্চায়েত সদস্যা। ভোটার তালিকা থেকে এই চারজনের নাম কাটাতে বনগাঁর BDO-র কাছে আবেদনও করেছেন তিনি। তৃণমূলের অভিযোগ, নির্বাচনের সময় এরা বাংলাদেশ থেকে ভারতে এসে ভোট দিয়ে চলে যায়। ১০-১২ বছর আগে অসাধু চক্রের মাধ্যমে এরা বনগাঁ দক্ষিণ বিধানসভার ভোটার তালিকায় নাম তুলেছে বলে তৃণমূলের অভিযোগ। বাংলাদেশ থেকে ১৯৮০ সালে এদেশে এসেছেন, তাঁরা এখন এখানেই ভোট দেন, দাবি করেছেন অভিযুক্ত ভোটার। তৃণমূলের ভুয়ো ভোটারের অভিযোগ উড়িয়ে দিয়েছেন বনগাঁ দক্ষিণের বিজেপি বিধায়ক স্বপন মজুমদার।
/anm-bengali/media/media_files/2025/01/13/RJ19Bpnn9VwvimyULJMv.jpeg)