নিজস্ব সংবাদদাতা: বুলেটের পাশাপাশি বিবাদী বাগের (BBD Bagh) অস্ত্র বিপণী থেকে মোটা টাকার বিনিময়ে পাচার হয়েছে আগ্নেয়াস্ত্র। যা পৌঁছে যেত দুষ্কৃতীদের হাতেও। জীবনতলাকাণ্ডের তদন্তে নেমে এমনটাই দাবি করা হচ্ছে STF- এর।
ক্যানিংয়ের জীবনতলায় অস্ত্র-কার্তুজকাণ্ডে ধৃত দুই কর্মী শান্তনু সরকার ও জয়ন্ত দত্তকে নিয়ে বিবাদী বাগের শতাব্দী প্রাচীন অস্ত্রের দোকানে যায় এসটিএফ। সঙ্গে ছিলেন কেন্দ্রীয় অস্ত্রাগারের বিশেষজ্ঞরা। মিলিয়ে দেখা হয় দোকানের অস্ত্র-কার্তুজের হিসেব।