নিজস্ব সংবাদদাতা: অনশনকারী জুনিয়র চিকিৎসক অনুষ্টুপ মুখোপাধ্যায়কে গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছিল। অসহ্য পেটে ব্যথা, কালো পায়খানা সঙ্গে রক্ত ছিল। শনিবার কলকাতা মেডিক্যাল কলেজ ও হাসপাতাল থেকে ছাড়া হল অনুষ্টুপকে। আগের শনিবার রাতে তাঁকে ভর্তি করা হল।
হুইল চেয়ারে বসে অনুষ্টুপ মুখোপাধ্যায় সাফ জানিয়ে দেন, তিনি আন্দোলনের সঙ্গেই রয়েছেন। আন্দোলনে মুখ্যসচিব গিয়েছিলেন। জুনিয়র চিকিৎসকদের সঙ্গে মুখ্যমন্ত্রীর কথা হয়েছে, এই বিষয়ে তিনি বলেন, দাবি থেকে কোনওভাবেই সরে আসা হবে না। নিশ্চয় জুনিয়র চিকিৎসকদের প্রতিনিধি দল সোমবার বিকেলে নবান্নে মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক করবেন।
প্রসঙ্গত, শনিবার সকালে পুলস্ত আচার্যকে এনআরএস হাসপাতাল থেকে ছাড়া হয়। তিনি হুইলচেয়ারে বসেই জানালেন, প্রয়োজন পড়লে ফের তিনি অনশনে যাবেন। তিনি বলেন, , 'অসুস্থতার জন্য অনশন মঞ্চ ছাড়তে সেই সময় বাধ্য হয়েছিলাম। তবে এবার নিজেদের শারীরিক দুর্বলতা কাটিয়ে ফের অনশন মঞ্চে ফিরব। অনশন মঞ্চে হয়তো বসতে দেবে না শারীরিক অবস্থা দেখে। প্রয়োজন হলে অনশনে আবার বসব। তবে আন্দোলন মঞ্চে ফিরবই।'